সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তিস্তা-কুড়িগ্রাম রেললাইনে নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা নাশকতার আশঙ্কা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কুড়িগ্রামের রাজারহাটে নাটবল্টু খুলে নেওয়া দুর্বৃত্তদের রেললাইন পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম -যাযাদি

তিস্তা-কুড়িগ্রাম রেলপথে রাজারহাটের ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রিজের ওপরের রেললাইনের বিটের পিন (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেল নাশকতা করতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজারহাট ইউএনও কাবেরী রায়, এসি ল্যান্ড এ বি এম আরিফুল হক, রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান ও ওসি তদন্ত ওয়াহেদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রম্নত লাইন মেরামত করেন। তাই ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

রাজারহাট রেল স্টেশন মাস্টার মাইদুল ইসলাম জানান, মঙ্গলবার আনুমানিক ১১টায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পান। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানান। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে