সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনী আমেজকে ঈদের আনন্দে পরিণত করুন :ভূমিমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি -যাযাদি

নির্বাচনী আমেজকে ঈদের আনন্দে পরিণত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

তিনি বলেছেন, 'জমজমাট নির্বাচনী প্রচারণার মাধ্যমে নৌকাকে বিজয় করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ জনগণের ভাগ্যোন্নয়নে বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্দর কমিউনিটি সেন্টারের মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী জাবেদ উপরোক্ত মন্তব্য করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, ছগীর আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, আজিজুল হক চৌধুরী বাবুল, মোহাম্মদ ইদ্রিস, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, যুবলীগ নেতা ওসমান গনি রাসেল, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী জাবেদ এমপি আরও বলেন, 'দলমতের ঊর্ধ্বে উঠে সবার অভিভাবক হতে চাই। অতীতে কারো ক্ষতি করিনি, ভবিষ্যতেও করব না।'

আওয়ামী লীগের সবস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, সবাইকে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে হবে। নির্বাচনকে ঈদ উৎসবে পরিণত করে জনগণের মাঝে নির্বাচনী আমেজের পরিবেশ তৈরি করুন। নৌকায় ভোট দিন, নৌকা উন্নয়নের প্রতীক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে