বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইসলামপুরে কাঁচির নির্বাচনী জনসভায় নৌকায় ভোট প্রার্থনা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইসলামপুরে কাঁচির নির্বাচনী জনসভায় নৌকায় ভোট প্রার্থনা

জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় গিয়ে নৌকায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ভুল করে নৌকার ভোট প্রার্থনা করেন তিনি।

জানা গেছে, বর্তমান মেয়র আব্দুল কাদের শেখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র কিনেছিলেন। দলের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের পর গত ২৯ ডিসেম্বর মেয়র আব্দুল কাদের শেখ স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন। এর পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের ভোট প্রার্থনা করেন।

1

এরই ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে বুধবার বিকালে মহলগিরি ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ। এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন।

পরে তিনি কাঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত সবাইকে দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উপস্থিত স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি প্রতীকে ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে