শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
বকেয়া পরিশোধের দাবিতে রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন

ভিন্ন দাবিতে দুই জেলায় বিক্ষোভ মিছিল

স্বদেশ ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের জরুরি আপৎকালীন বিভিন্ন প্রকল্পের বকেয়া পরিশোধের দাবিতে ঠিকাদার কল্যাণ পরিষদের মানববন্ধন -যাযাদি

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ঠিকাদাররা। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রিজটি পুনঃনির্মাণ ও রাস্তা পাকাকরণের দাবিতে এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

রাজশাহী অফিস জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহীর আওতায় বাস্তবায়িত জরুরি আপদকালীন বিভিন্ন প্রকল্পের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ঠিকাদার কল্যাণ পরিষদ। বুধবার রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সব ঠিকাদাররা অংশ নেন।

মানববন্ধনে ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপদকালীন পদ্মা নদী রক্ষায় সবার আগে ছুটে যান ঠিাকাদাররা। তবে বছরের পর বছর বকেয়া অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা হয় না। গত তিন বছর ধরে আপদকালীন কাজের বকেয়া পড়েছে ১৩ কোটি টাকা।

এছাড়াও রাজশাহীতে ৩৫০ কোটি ও চাঁপাইনবাবগঞ্জে ৩০০ কোটি টাকার প্রকল্পের অর্থ বকেয়া রয়েছে। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক জামাত খান, উপদেষ্টা তপন সেন, সিনিয়র ঠিকাদার খন্দকার হাসান কবীর, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রণি, ঠিকাদার কেএম জুবায়েদ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাওডাঙ্গা-নিমকুশ্যা বিলের ওপর ব্রিজটি পুনঃনির্মাণ এবং ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সংবাদকর্মী এম সাইফুর রহমান, সৃষ্টি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, সুজাউদ্দৌলা সুজা, সমাজসেবক আনোয়ার হোসেন, হযরত আলী প্রমুখ।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মুহাম্মদ হাবীবুলস্নাহ হেলালী, সাংবাদিক আশিস রহমান, আবদাল হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, সাংবাদিক আল-আমিন, সেলিম আহমদ, আবু বকর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে