বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমাবেশ অনুষ্ঠিত

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রওজাতুল মুত্তাকীন দাখিল মাদ্রাসা ও নূরানি বিভাগের উদ্যোগে অভিভাবক সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কড়ইতলা ইসলামপুর মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল জাব্বার, ট্রাস্টের সভাপতি আলহাজ মাওলানা হাবিবুলস্নাহ মোহাম্মদ কুতুবুদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশনন্দী ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিলস্নাহ, বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মুজিব প্রমুখ।

অ্যাডভোকেসি সভা

ম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকরপোরেটেডের অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেস ক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম, চন্দ্রকান্ত মলিস্নক, ইউপি সচিব মো. ফারুক হোসেন।

শীতবস্ত্র বিতরণ

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কোটবাজার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ম্যানেজার এস এম মাসেকুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ কবি আদিল চৌধুরী, ব্যবসায়ী রশিদ আহমেদ উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ডা. শামশুল আলম ও নেজাম উদ্দিন। কোটবাজার শাখার ব্যাংকের নিজস্ব কার্যালয়ে শতাধিক দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা সভা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে বেলা ১১টায় ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি মো. জহুরুল ইসলাম, পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপীসহ উপজেলার অন্যান কর্মকর্তা।

মনোনয়নপত্র দাখিল

ম সুজানগর (পাবনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির এমপির পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের পূর্বে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠের পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা।

পুলিশিং সভা

ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে এবং বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি- স্স্নেস্নাগানকে সামনে রেখে জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ভাঙ্গা থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুমুরদি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, বাবলাতলা বাজার কমিটির সভাপতি মতিয়ার মিয়া প্রমুখ।

\হ

ফুলেল শুভেচ্ছা

ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল হাসানাত আব্দুলস্নাহ'কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

মঙ্গলবার বিকালে দক্ষিণ বঙ্গের আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুলস্নাহর ঢাকায় বাসভবনে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমানসহ নেতারা।

সভা অনুষ্ঠিত

ম রাজশাহী অফিস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গবেষণা সংকলন প্রকাশনা কমিটি 'জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপলাইড সায়েন্স (জেইএএস)'-এর এক সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডক্টর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অধ্যাপক ডক্টর মো. ফারুক হোসেন।

সভায় ছিলেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, অধ্যাপক ড. মো. আলী হোসেন, অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন এবং অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

সভা অনুষ্ঠিত

ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবাব বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলএবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মিজানুল হক, কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকৌশলী নাজিমুল হক, পিআইও সোহাগ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে