বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পিটার হাসকে হুমকি দেওয়া ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
পিটার হাসকে হুমকি দেওয়া ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি ও প্রকাশ্যে ভোট কেটে নেওয়ার ঘোষণা দেওয়া সেই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সন্ধায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতকে হুমকি দেওয়ায় অসদাচরণের অপরাধ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে