রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসে হামলা-ভাঙচুর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসে হামলা-ভাঙচুর

নীলফামারীর সৈয়দপুরে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কের রিপোর্টার্স ইউনিটির অফিসে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিটির সভাপতি পিকে সাইদুল ইসলাম ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি জানান, 'হামলার নেতৃত্ব দানকারী শুভ ছাত্রলীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক।'

1

অভিযোগে উলেস্নখ করা হয়েছে, হামলাকারীরা অফিসের সব আসবাবপত্র ও জানালার থাইগস্নাস ভাঙচুর করে। অফিসের আলমারি ফাইল কেবিনেট তছনছ ও লুটপাট করা হয়েছে। এমনকি পানির ট্যাংক, ওয়াটার পাম্প ও সাপস্নাই পাইপও ভেঙে নিয়ে গেছে। অতর্কিত হামলায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল ও তার ভাই শিমুল রক্তাক্ত জখম হয়েছেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে