মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে রাতের আধারে শতাধিক গজারি গাছ চুরি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
ঘাটাইলে রাতের আধারে শতাধিক গজারি গাছ চুরি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সংগ্রামপুর ইউনিয়নের ধোপা খাগরাটা গ্রামে বনের শতাধিক গজারি গাছ রাতের আধারে কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। যার মূল্য আনুমানিক বিশ লক্ষাধিক টাকা। সরকার হারাচ্ছে রাজস্ব আর প্রকৃতি হারাচ্ছে বৈচিত্র্য। ২৬ মার্চ রাতের আধারে চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চল ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিটের কর্মকর্তাদের সঙ্গে আতাত করে এলাকার চিহ্নিত কাঠ চোর সিরাজ, শাজাহান, সাদ্দাম সংগ্রামপুর ইউনিয়নের ধোপা খাগরাটা গ্রামে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে বনের শতাধিক মূল্যবান গজারি গাছ কেটে নিয়ে সাবার করে দিয়েছে। বনের ভেতরে গিয়ে দেখা যায় শুধু গাছের গুড়ি রয়েছে। গাছ চোরে নিয়ে গেছে।

এলাকাবাসী জানায় বনবিভাগের কর্মকর্তার হুকুম ছাড়া গাছের পাতা কেউ ছিড়তে পারে না। এখানে কর্মকর্তার হাত রয়েছে।

ঘাটাইল উপজেলার বটতলী বিট কর্মকর্তা হেলালুর রহমানকে বনের গজারি গাছ চুরি যাওয়ার বিষয়ে মুঠো ফোনে জানান, আমি কিছু গাছ জব্দ করেছি। বাকিটা উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে