রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
রূপগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা-সিলেট অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ভুলতা বলাইখা এলাকায় প্রায় ২ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকাবাসী অভিযোগ করে জানান, প্রিপেইড মিটারে টাকা বেশি কেটে নেয়। প্রিপেইড মিটারে টাকা রিচার্জেও বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়।

তারা আরও জানান, 'গত মঙ্গলবার পলস্নী বিদু্যৎ এর কর্মীরা কোনো নোটিশ ছাড়াই আমাদের পূর্বের মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার বসানোর জন্য আসে। আমরা প্রিপেইড মিটার বসানোর জন্য পলস্নী বিদু্যৎ কর্মীদের কাছে ৩ মাস সময় চেয়ে নিষেধ করি। পরে তারা চলে গিয়ে পুনরায় বুধবার ভোরে প্রায় ৪ শতাধিক গ্রাহকের বিদু্যৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়।'

যদি এ প্রিপেইড মিটার লাগানো বন্ধ না হয় তাহলে পুনরায় ঢাকা সিলেট-মহাসড়ক অনির্দিষ্ট কালের জন্য অবরোধ করা হবে বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে