শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলফামারীতে অভিজ্ঞতা বিনিময় করলেন অপরাজিতারা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৫ মে ২০২৪, ০০:০০
নীলফামারীতে অভিজ্ঞতা বিনিময় করলেন অপরাজিতারা
নীলফামারীতে অপরাজিতা নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক -যাযাদি

নীলফামারীতে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অপরাজিতা নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অপরাজিতা জেলা নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক।

অপরাজিতা জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পলস্নবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ'র নির্বাহী পরিচালক ওয়াজেদুর রহমান কিরন।

1

এতে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক, ডেমক্রেসিওয়াচ'র জেলা সদস্য রোকসানা হক সাথী প্রমুখ।

বক্তারা বলেন, 'বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে যেমন কাজ করেছেন, তেমনি রাজনীতির ক্ষেত্রেও পুরুষের সমান জায়গা করে দিয়েছেন। এর ফলে অনেক নারী আজ জাতীয় রাজনীতিতেও ভালো অবস্থান করে নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে