মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

চারা রোপণ

ম হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে নদীপাড়ে তাল গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খোয়াই নদীর যশেরআবদা এলাকায় তাল গাছের চারা রোপণে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নোমান মিয়া, রোটারিয়ান আল নোমান তন্ময়, গাছ মামা খ্যাত মো. রায়হান, আব্দুল কাদির, মতিউর রহমান, ঈমান মিয়া, জয়নাল মিয়া, আহমদ আলী প্রমুখ।

জনসমাবেশ অনুষ্ঠিত

ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকান্ডের বিচারের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় বাটার মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। উপজেলা জামায়াতের আমির খোন্দকার আহমেদুল হক মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হাকিম। বক্তব্য রাখেন জামায়াতের পৌরসভা সভাপতি নুর কামাল, সেক্রেটারি সোহেল রানা।

সার বিতরণ

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

বসতঘরে আগুন

ম কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় এক দোকান কর্মচারীর বসতঘর আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে কয়রা ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামের নুরুল ইসলাম মোল্যার ছেলে আল ইমরান সুমনের বাড়িতে। আগুনে দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে বাড়ির মালিক দাবি করেছেন। ফায়ার সার্ভিস অফিসের লোকজন আসার আগেই ঘরের পাশে অবস্থিত পুকুরের পানি দিয়ে এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। বাড়ির মালিক জানান, বিদু্যৎতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘর পুড়ে গেছে।

গণসমাবেশ

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকান্ডের বিচারের দাবিতে গণসমাবেশ ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশের ডাংগা ইউনিয়ন শাখার উদ্যোগে ডাংগা বাজার এলাকায় ডাংগা ইউনিয়ন জামায়াতের আমির মো. আল-আমিনের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ থানা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম সিকদার, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাঈল হোসেন খায়েরী।

মাসিক সভা

ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার (ওসি) আতাউর রহমান, নবকাম পলস্নী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্‌ মো. শাহরিয়ার জামান শাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীসহ অনেকে।

বিক্ষোভ মিছিল

ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মো. মহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।

পদোন্নতি অর্জন

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মনির হোসেন এবং কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মো. মঞ্জুরুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতের্ যাংক ব্যাজ পরিয়ে দেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মো. মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

মেডিকেল ক্যাম্প

ম বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা সদরের বেশরগাতী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার বেশরগাতী গ্রামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লতিফ মাস্টার ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত বিএসটিআই নবনির্মিত ভবন উদ্বোধন ও মেডিকেল ক্যাম্প পরিচালনায় সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার যুগ্ম সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। বক্তব্য রাখেন লতিফ মাস্টারের ছেলে আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু সিপিএ। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবীবুর রহমান, ডা. মঈন ইবনে কাওছার, ডা. মোশারেফ হোসেনসহ অনেকে।

প্রতিবাদ সভা

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোকাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বাদ মাগরিব বোকাইনগর ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকিরের সভাপতিত্বে ও ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান জামান, বিশেষ অতিথি ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ। বক্তব্য রাখেন গৌরীপুর পৌর শাখার ৮নং ওয়ার্ড সভাপতি মো. মোখলেছুর রহমান, সাবেক ইউনিয়ন সেক্রেটারি মোতাহার হোসেন বিলস্নাল প্রমুখ।

সমাবেশ অনুষ্ঠিত

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় গাংগুরিয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট কলেজ অডিটরিয়াম হল রুমে সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। মার্কেটিং বিভাগের প্রভাষক রশিদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন- উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম চৌধুরী, প্রভাষক প্রণয় চন্দ্র মন্ডল (পদার্থ বিজ্ঞান), ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অমল কুমার ঘোষ। সমাবেশ শেষে চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভা অনুষ্ঠিত

ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অফিসার্স ক্লাব হল রুমে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পরশুরাম উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার, পরশুরাম মডেল থানার (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম পলস্নী বিদু্যতের ডিজিএম প্রকৌশলী সনোৎ কুমার ঘোষ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, সাংবাদিক এম এ হাসান, মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম।

চিকিৎসা সেবা

ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসাবঞ্চিত মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল,আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা।

কৃষিমেলা উদ্বোধন

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার ৩ দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এসিল্যান্ড ফাহিমা বিনতে আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, বিএনপি নেতা ফরহাদুল ইসলাম, খন্দকার গিয়াস উদ্দিন, মহসিন উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে