সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আটঘরিয়ার হস্তচালিত তাঁতের তৈরি লুঙ্গির চাহিদা দেশ-বিদেশে

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আটঘরিয়ার হস্তচালিত তাঁতের তৈরি লুঙ্গির চাহিদা দেশ-বিদেশে

প্রযুক্তির সঙ্গে পালস্না দিয়ে অনবরত হস্তচালিত তাঁতের খটখটানি, কারিগর মনোযোগ সহকারে লুঙ্গির বুনন দিয়ে চলছেন, এভাবেই একটার পর একটা উন্নতমানের সুতা দিয়ে লুঙ্গি তৈরি হচ্ছে কারিগরের হাতে। কোনো আধুনিক মেশিনের নয় সম্পূর্ণ দেশীয় উপকরণ সমৃদ্ধ কাট, লোহা, পাট আর মাটির গর্তের সমন্বয়ে তৈরি আদি তাঁত আঞ্চলিক ভাষায় যা মেঠোতাঁত বলেই পরিচিত। সেখানে দক্ষ কারিগররা সুনিপুণ প্রচেষ্টায় তৈরি হচ্ছে মিহি সুতার পাবনার ঐতিহ্যবাহী উন্নতমানের চাচকিয়া লুঙ্গি যা দেশ বিদেশে সমাদৃত।

বলছিলাম পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকীয়া গ্রামের সর্বত্র এবং তারই ধারাবাহিকতায় গ্রামের আশপাশেও গড়ে উঠেছে হস্তচালিত এই মেঠো তাঁতের কারখানা যা উৎপাদিত সব লুঙ্গি চাচকিয়া লুঙ্গি হিসেবে পরিচিত ও বিক্রি হয়।

1

চাচকিয়ার হস্তচালিত দক্ষ কারিগর জয়নাল জানায়, সারাদিন মিহি সুতার উন্নতমানের ২-৩টি লুঙ্গি করতেই হিমশিম খেতে হয়, এমন লুঙ্গি ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দাম পরে। কারখানার মালিক আব্দুর রহমান জানান, চাচকিয়া এখন একটি ব্র্যান্ডের নাম, এই নামে লুঙ্গি দেশের সর্বত্র এমনকি বিদেশেও চাহিদা আছে, আমরা অনেক সময় স্পেশাল লুঙ্গির জন্য অর্ডারও পেয়ে থাকি। তবে দক্ষ কারিগররা তাদের ন্যায্য পারিশ্রমিক পায় না বলে জানান। তাদের দাবি যেহেতু রং সুতার কাজ সেহেতু স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে