বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁর মান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার মান্দা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৪ নং মান্দা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা ইউনিয়ন শাখার সভাপতি মফিজ উদ্দিন। এ সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন কৃষকদল উপজেলা আহবায়ক এমদাদুল হক সুলতান।
এ সময় যুগ্ম আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী (টিপু), সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কুমার বিশ্বজিৎ, উপজেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক ও মান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস জাহান এবং সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সি প্রমুখ।