ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটি বাতিল ও ওসমান আলী বিশ্বাসকে কৃষকদলের সব পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের পদত্যাগ কারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন, ঝিনাইদহ জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক হাফিজুর রশিদ (স্বপন)। তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগি নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। যেটা দলের জন্য ক্ষতিকর। এ কমিটি যিনি অনুমোদন করেছেন তিনি একক সিদ্ধান্তে আত্মীয়-স্বজন এবং ব্যক্তিগত কর্মচারীদের অন্তর্ভূক্ত করেছেন। অভিযোগে আরও বলেন, কেন্দ্রীয় কৃষকদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস অর্থের বিনিময়ে পদ বেচাকেনা করেছেন। আমরা এই কমিটির বাতিল এবং ওসমান আলী বিশ্বাসের অব্যাহতি চাই।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষকদলের যুগ্ম-আহবায়ক লাবলুর রহমান (বাবলু), কামাল হোসেন, আব্দুর রউফ, সদস্য আবু জাফর ও পৌর কৃষকদলের যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ