শীতবস্ত্র বিতরণ
ম রাজশাহী অফিস
রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সেখানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন ৪০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফ প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে তারুণ্যে উৎসব বিষয়ে কর্মশালা-২০২৫ উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রধান বিষয় ছিল তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, মনজুরুল ইসলাম, নাজিম উদ্দিন প্রমুখ।
শীতার্তদের কম্বল
ম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে ডেবনেয়ার গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খানের বাড়িতে কম্বল বিতরণ করা হয়েছে। হরিরামপুর ছাড়াও পার্শ্ববর্তী দোহার ও নবাবগঞ্জ উপজেলার মোট ১০ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল। উপস্থিত ছিলেন ডেবনেয়ার গ্রম্নপের কো-অর্ডিনেটর ও সিএসআর প্রধান সাহেদ খান, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, স্থানীয় প্রতিনিধি আকিব খান প্রমুখ।
সম্প্রীতি সভা
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের সুধীজনদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, নওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
উদীচীর সম্মেলন
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী'র ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার স্থানীয় উদীচী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ওবায়দুর রহমানকে সভাপতি ও আলী আশরাফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন হয়। অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক শচীন বিশ্বাস, কোষাধ্যক্ষ সানজিদা আক্তার, সদস্য একেএম মাজহারুল ইসলাম, আবুল ফজল মো. আজাদ, নাজিম উদ্দিন, আরিফুল ইসলাম উদয়, সীমান্ত ও কাজী আসাদুজ্জামান।
কৃষক সমাবেশ
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে ৮ নং কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুসুম্বা ইউনিয়ন শাখার সভাপতি সাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। কৃষকদল মান্দার যুগ্ম আহবায়ক শাহীনূর ইসলাম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মমিনুল হক চঞ্চল।
শীতবস্ত্র প্রদান
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপি। বৃহস্পতিবার উপজেলার কুমারগাতা ইউনিয়নের রাজপুর কালীমন্দির এলাকায়সহ পাঁচটি ইউনিয়নে শীতবস্ত্র হিসেবে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সিএইচ সিপি, স্বাস্থ্য কর্মী, উপকারভোগীরা।
উদ্যোক্তা প্রশিক্ষণ
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করন প্রকল্পের আওতায় উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জিওবি ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে। মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার সাদেক সফিউলস্নার সঞ্চালনায় এরিয়া ম্যানেজার আহমেদ হোসেন চৌধুরী হেলাল প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাব এসি: ইঞ্জিনিয়ার মোঃ মোহসিনসহ ডিপিএইচই ম্যাকানিক্সরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চাল
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহস্পতিবার ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নৃ-গোষ্ঠী ফাউন্ডেশন প্রাণ আরএফএলের আয়োজনে বন্যা পরবর্তীতে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও আশরাফুল আলম রাসেল। উপজেলার ৭টি ইউনিয়নের অসহায়, হত,দরিদ্র ৮০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সহকারী শিক্ষক রুস্তম আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন ও সেচ্চাসেবী সংগঠনের রাজিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তারুণ্য মেলা
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ ক্যাম্পাসে ৩ দিনব্যাপী তারুণ্য মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী দিনে মেলা পরিদর্শন করেন উপজেলা কমিটির আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
শীতার্তদের সহায়তা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের খুলনা জোনের পিরোজপুর এরিয়ার কচুয়া উপজেলা শাখা ব্যাবস্থাপক ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কচুয়া ইউএনও কেএম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন কচুয়া সরকারি আবু সাইদ মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, খুলনা জোনের পিরোজপুর এরিয়া ম্যানেজার মাজারুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়ার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী প্রমুখ।
লিফলেট বিতরণ
ম মেহেরপুর প্রতিনিধি
৩১ দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। বৃহস্পতিবার মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিস প্রাঙ্গণ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেছা নয়ন, সিনিয়র সহ-সভাপতি পলি আক্তার বেদানা, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সহ সম্পাদিকা নাজমুন নাহার রিনা, মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদিকা রুপালি খাতুন, সাংগঠনিক সম্পাদিকা ফাহিমা খাতুন প্রমুখ।
তারুণ্যর্ যালি
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বৃহস্পতিবার হাটহাজারীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য শূন্যতা প্রচারে বর্ণাঢ্যর্ যালি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।র্ যালি উদ্বোধক ও নেতৃত্বে ছিলেন পৌর প্রশাসক ও এসিল্যান্ড লুৎফুন নাহার শারমীন।র্ যালি পরবর্তী আলোচনা সভা পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, পৌর প্রকৌশলী কৌশিক নিহার, পৌর নির্বাহী কর্মকর্তা বিপস্নব চন্দ্র মুহুরী, কোষাধ্যক্ষ মো. শাহ জাহান, মনোয়ার হোসেন প্রমুখ উপস্তিত ছিলেন।
বিজ্ঞান মেলা
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। গত বুধবার মেলার সমাপনী দিনে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফাতেমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
বিদায় অনুষ্ঠান
ম পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বানেশ্বর মারকাযুস সুন্নাহ আস-সালাফীর কার্যালয়ে অনুষ্ঠানে নবীন, বিদায়ী এবং ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা সাইদুর রহমান, এনামুল হক, গিয়াস উদ্দিন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নূর সাঈদ সরকার ফাউন্ডেশনের উদ্যোগে রায়গঞ্জ পৌর সভার ৯টি ওয়ার্ডের দল-মত নির্বিশেষে পাঁচশ' শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মনিরুজ্জামান পলাশের সভাপতিত্বে ও সোহাগ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুলস্নাহ ইবনে সাঈদ (সজল)। উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব শেখ, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, পৌর সভাপতি হাতেম আলী সুজন প্রমুখ।
মেলা উদ্বোধন
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন ইউএনও আনিছুর রহমান বালী। মেলায় উপজেলার বিভিন্ন কলেজ ও উচ্চ বিদ্যালয়ের ১০টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মাসুম বিলস্নাহ, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
প্রস্ততি সভা
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ের দক্ষিণ শাকরাইল গ্রামে দরিদ্রদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল করার প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবাপর অনুষ্ঠিত হয়েছে। শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ শাকাইল মৃত সামছুউদ্দিনের বাড়ীতে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ডা. শফিকুল ইসলাম, প্রবাসী আবু সাঈদ উদ্দিন মুকুল, প্রবাসী খন্দকার কামরুল জাম্মান কায়ুম, আবু নাঈম সাবুদ্দিন দুদুল, সারোয়ার হোসেন খান, কাজী আকরাম হোসেন স্বপন, মেজবাহ উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সিহাব চৌধুরী, রাকিব হোসেন প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠিত
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি কর্তৃক বেগুন প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোপালপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)-এর ফিল্ড সুপারভাইজার নাজমুল হক, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মাহমুদা খানম প্রমুখ।