মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে অভিযানে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ, মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীপুরে অভিযানে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ, মামলা
শ্রীপুরে অভিযানে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ, মামলা

৫ তলা বাড়ির দ্বিতীয় তলায় সুকৌশলে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল লুকিয়ে রেখে বিক্রি করা হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৮৭ বোতল বিদেশি মদ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নবী হোসেন নামের এক ব্যক্তির একটি বাড়ি দ্বিতীয় তলা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়।

রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে এসব তথ্য জানান গাজীপুরের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন খান। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল উপস্থিত ছিলেন। থানা কম্পাউন্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরআগে শনিবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। এই ঘটনায় শ্রীপুর থানায় রোববার মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নবী হুসেনের বাড়ির দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে বিক্রি করা হয়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তারা সেখানে গিয়ে দেখেন ভবনটির দ্বিতীয় তলায় নবী হোসেনের থাকার ঘরে ৭টি বাক্সের ভেতর মাদকদ্রব্য রাখা। বাক্সগুলোর প্রত্যেকটির ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল পাওয়া যায়। তারা খোঁজ নিয়ে জেনেছেন, সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় মদগুলো বিক্রি করা হচ্ছিল। জব্দ করা ৮৭ বোতলে মদের পরিমাণ প্রায় ৬০ লিটার। যার বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। তবে, অভিযানের সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে এই ঘটনায় নবী হোসেন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে