চাঁদপুরের হাইমচরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩০টি দোকান। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের কেবিএন উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকান্ডে ২৫টি পরিবারের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কিভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত করে বলতে পারছেন না তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ওষুধের দোকান, হোটেল, মুদি দোকান, গোডাউন সহ বিভিন্ন ধরনের দোকানপাট।
ফরিদপুর ও মধুখালী প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে সোমবার দিবাগত গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে বাজারের ৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
জানা গেছে, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদু্যতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনায় বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ আনুমানিক ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। বাজারে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেডনি। অগ্নিকান্ডে আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়।