রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মদনে ৫০ বস্তা ইউরিয়া জব্দ

  ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০
মদনে ৫০ বস্তা ইউরিয়া জব্দ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনার মদন থেকে অন্যত্র পাচারকালে ৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছে স্থানীয়রা। বুধবার রাতে গোবিন্দশ্রী ইউনিয়নের সুজন বাজারের সামনের সড়কে একটি সারভর্তি ট্রলি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ট্রলি চালককে সার আনার মেমো দেখাতে বলে। চালক মেমো দেখাতে না পারায় এবং ডিলারের নাম প্রকাশ না করায় স্থানীয়রা সার জব্দসহ প্রশাসনকে বিষয়টি জানায়। পরে প্রশাসনের নির্দেশে জব্দকৃত সার সুজন বাজারের সার ডিলার শফিকের গুদামে জিম্মায় রাখা হয়। মদন থেকে খালিয়াজুরিতে এসব সার পাচার করা হচ্ছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ইউএনওর পরামর্শে সরকারি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে