শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনায় জাপা নেতা খালেদ আখতারের মৃত্যু

যাযাদি রিপোর্ট
  ১২ জুলাই ২০২০, ০০:০০
খালেদ আখতার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির নেতা খালেদ আখতার মারা গেছেন। সাবেক এই সামরিক কর্মকর্তা প্রয়াত এইচ এম এরশাদের সম্পত্তি দেখভালে গঠিত ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। তিনি এরশাদের ভাস্তে ছিলেন। জাতীয় পার্টির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এম এ রাজ্জাক খান শনিবার সকালে বলেন, 'মেজর খালেদ আখতার মাসখানেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।' 'তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।' রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন খালেদ। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। পরে দলের কোষাধ্যক্ষ ও আরও পরে দলের সভাপতিমন্ডলীর সদস্য হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম এবং হাতিবান্ধা উপজেলা) আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল ষাটোর্ধ্ব খালেদকে। এরশাদের জীবদ্দশায় খালেদ আখতার জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য পদ পেলেও নবম কাউন্সিলে তাকে আর ওই পদে রাখেননি জি এম কাদের-মসিউর রহমান রাঙ্গারা। নবম কাউন্সিলের পর তাদের দেওয়া কমিটির পাল্টা একটি কমিটি ঘোষণা করেছিলেন এরশাদের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তাতে খালেদ আখতারের নাম ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে