শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

ম যাযাদি রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মাদক আইনে করা মামলায় সোমবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ দিন সাক্ষ্য দেন ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট জহিরুল ইসলাম ও চালক হুমায়ুন কবির। সাক্ষীদের আসামি পক্ষের আইনজীবীর জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ফেব্রম্নয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ২৬ ফেব্রম্নয়ারি খালেদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

অভিযোগ গঠনের সময় খালেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।

এর আগে ১০ ফেব্রম্নয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে দেওয়া মাদক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মামলার বদলির আদেশ দেন। একই সঙ্গে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বদলির আদেশ দেন। ২৬ ফেব্রম্নয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে র?্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে