শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে ২ যুবকের আত্মহত্যা

বন্ধুদের ফাঁস দেওয়ার প্রশিক্ষণ দিতে গিয়ে প্রাণ হারান ১ জন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

রাঙামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে শোয়েব আহমেদ (২৮) ও নাইমুর রহমান নয়ন (২২) নামের দুই যুবক আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদের ছেলে ও নাইমুর রহমান প্রজেক্ট এলাকার ফরহাদ হোসেনের ছেলে। দুজনেরই বাড়ি কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে শোয়েব আহমেদ পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, শোয়েবের মৃতু্যর পর বন্ধুদের সঙ্গে কীভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। একপর্যায়ে তা দেখাতে গিয়েই গলায় ফাঁস পড়ে যায় নয়নের। পরে দ্রম্নত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, 'রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে