শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ভুয়া সনদে চাকরি!

চার বছর অনুপস্থিত থেকেও বেতন তুলছেন তিনি

পটুয়াখালী প্রতিনিধি
  ০২ মার্চ ২০২১, ০০:০০

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জলিলুর রহমানের (ইনডেক্স নম্বর ২১৮৭২৯) বিরুদ্ধে বিএড সনদ জালিয়াতি করে বিএড স্কেলে বেতন উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কয়েক দফা অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বিদ্যালয়ে অনুপস্থিত থেকেই তিনি বেতন-ভাতা উত্তোলন করছেন।

অনুসন্ধানে জানা যায়, শিক্ষক জলিলুর রহমান (ইনডেক্স নম্বর ২১৮৭২৯) বিএড সনদ ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০০৫ সালের জুন মাস থেকে বিএড স্কেলে ১১ থেকে ১০ কোডে বেতন গ্রহণ করছেন। কিন্তু বাস্তবে তিনি বিএড পাস করেননি। এক্ষেত্রে তিনি বিএডের সনদ জালিয়াতি করেছেন। এ অবস্থায় ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে অভিযুক্ত শিক্ষক জলিলুর রহমানকে কারণ দর্শনোর চিঠি দেওয়া হলেও জলিলুর রহমান এর কোনো জবাব দেননি। এ বিষয়ে একাধিকবার অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় এবং অধিদপ্তর থেকে চিঠি দিলেও তিনি তার কোনো জবাব দিচ্ছেন না।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান (ইনডেক্স নম্বর ২১৭৪৫৬) জানান, অভিযুক্ত শিক্ষক জলিলুর রহমান (ইনডেক্স নম্বর ২১৮৭২৯) ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে কোনো ধরনের অবহিতকরণ ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার বিএড সনদ জালিয়াতির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একাধিকবার তদন্ত হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিষয়ে চাকরির বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জলিলুর রহমান (ইনডেক্স নম্বর ২১৮৭২৯) এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সনদ জালিয়াতি করেননি বলে দাবি করেন এবং এ বিষয়ে আদালতে একাটি মামলা চলমান রয়েছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে