শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ আটক ১

যাযাদি রিপোর্ট
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে কাপড়ের ব্যাগ থেকে একে একে বেরিয়ে এলো বিদেশি মুদ্রার বান্ডেল। এ সময় আট দেশের প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে এপিবিএন।

এপিবিএন'র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, 'সোমবার সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তান্বুলে রওনা হওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর গাজীকে (৩৬) আটক করি। আটককৃত জাহাঙ্গীর গাজীর কাছ থেকে ৫০ হাজার সৌদি রিয়েলও পাওয়া যায়। এরপর আরও তলস্নাশি করে তার কাছে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়েলসহ আটটি দেশের মুদ্রা পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাঙ্গীর গাজীকে ব্যাপক তলস্নাশির পর তার কাছ থেকে বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা মালামাল ও মুদ্রা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হাস্তান্তর করা হয়েছে। মানি লন্ডারিং আইনে মামলা করা হয়।'

ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার রেবেকা সুলতানা জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর গাজীর শুনানি হবে। তার কাছ থেকে অর্থ পাচারের বিষয় জানতে চাওয়া হবে। জব্দ করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, 'আটক জাহাঙ্গীর গাজী কাপড় ব্যবসায়ী ছিলেন। গত দুই বছরে তিনি প্রায় ১৩০ বার বিদেশে যাওয়া-আসা করেছেন। বর্তমানে তিনি লাগেজ সুবিধা নিয়ে ব্যবসা করছেন। গত দুই বছর ধরে তিনি ওই ব্যবসা বাদ দিয়ে অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। আমরা তার পাসপোর্ট পর্যবেক্ষণ করে দেখেছি, পাঁচটি দেশের ভিসা তার রয়েছে। ইমিগ্রেশনের ১২৫টি সিল লাগানো আছে। ৬৫ বার তিনি দেশের বাইরে যাতায়াত করেছেন। লাগেজ ব্যবসা থেকে তিনি হুট করে পাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে গেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে