শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'সবার জন্য শিক্ষা নিশ্চিত ও সংকট উত্তরণের উপায়' শীর্ষক সেমিনার

নতুনধারা
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

'মহামারিকালে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা : সবার জন্য শিক্ষা নিশ্চিত ও সংকট উত্তরণের উপায়' শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সেমিনার শনিবার উদ্বোধন করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং কাস্পাসেস, কনরাড এডেনাউয়ার স্টিফটং (কেএএস), জার্মানি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ আলমগীর। আলোচক ছিলেন- রিজিওনাল প্রোগ্রাম পলিটিক্যাল ডায়ালগ এশিয়া অব কনরাড এডেনাউয়ার স্টিফটংয়ে(কেএএস) পরিচালক ক্রিশ্চিয়ান এসলে এবং এসআইপিজির পরিচালক অধ্যাপক তৌফিক এম. হক। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম. ইসমাইল হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে