শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিসিএসসহ পিএসসির সব পরীক্ষায় টিকা সনদ নিতে হবে

ম যাযাদি রিপোর্ট
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণের সার্টিফিকেট/প্রমাণপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে। রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারিকৃত নির্দেশনার আলোকে জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে টিকা গ্রহণপূর্বক এ সংক্রান্ত প্রমাণপত্র/সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন। আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় পিএসসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে