শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৪ জুলাই ২০২২, ০০:০০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে

ঈদ কার্ড পাঠিয়েছেন

জিএম কাদের

ম যাযাদি রিপোর্ট

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। রোববার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে পৃথক দুটি ঈদ কার্ড পৌঁছে

দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর হাতে জি এম কাদেরের শুভেচ্ছা কার্ড দুটো পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

সেই বরকত-রুবেলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৮ জুলাই

ম যাযাদি রিপোর্ট

ফরিদপুরের দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় করা অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী

১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তার অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ জুলাই তারিখ

নির্ধারণ করেন।

আড়াই কোটি টাকার হেরোইনসহ

আটক ৩

ম যাযাদি ডেস্ক

সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ তিন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছের্ যাব-১২। আটকরা হলেন-রাজশাহীর সুলতানগঞ্জ গ্রামের শামসুল হুদার ছেলে রাশিদুল হক মণি (২২) এবং ব্রাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি (২৩), চাঁপাইনবাবগঞ্জের হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২০)।

একই সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। রোববার দুপুরের্ যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন (এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন এবং ১২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

বিদু্যৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের

মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর হাজারীবাগে একটি ভবনে ওয়ারিংয়ের কাজ করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে আরিফ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃতু্য হয়েছে। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাকলিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম। শনিবার নিমতলা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কৃষ্ণ কমল সংবাদ মাধ্যমকে বলেন, 'খবর পেয়ে হাজারীবাগ এলাকা থেকে আরিফের মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে