সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভকারী রোগীদের বিরুদ্ধে মামলা দিল পুলিশ

যাযাদি ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিসে বর্ধিত ফি কমানোর দাবিতে বিক্ষোভ করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানায় এ মামলা করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, 'কিডনি রোগীরা ডায়ালাইসিসে বর্ধিত ফি কমানোর দাবিতে মঙ্গলবার দুপুরে মেডিকেলের সামনে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলে তারা আমাকেসহ পুলিশকে লক্ষ্য করে হামলা করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে আমার ওপর হামলায় জড়িত মোস্তাকিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে এই মামলায় আসামি করা হয়। বাকি ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।'

এদিকে, বিক্ষোভকারীরা বলছেন, 'ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। ডায়ালাইসিসে নিয়োজিত লোকদের হয়ে পুলিশ নিরীহ কিডনি রোগীদের ওপর হামলা করে বেশ ক'জনকে আহত করেছে।'

চলতি বছরের ১ জানুয়ারি থেকে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়িয়ে দেওয়া হয়। ফি কমানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন কিডনি রোগীরা।

চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস সেবায় 'সেন্ডোর' নামে একটি সংস্থাও জড়িত। চট্টগ্রাম মেডিকেল ও সেন্ডোর যৌথভাবে ডায়ালাইসিস কার্যক্রম চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে