রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ভোলা-৪

মনোনয়নের দৌড়ে ৮ প্রার্থী

আমিনুল ইসলাম
  ২৩ মার্চ ২০২৩, ০০:০০

চরফ্যাশন এবং বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা নিয়ে ভোলা-৪ আসন গঠিত। ১টি পৌরসভা, ৫টি থানা এবং ২৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে ৮ প্রার্থীর নাম জানা গেছে।

দলের একাধিক সূত্র বলছে, তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত এবং আগামী নির্বাচনে টানা চতুর্থবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তিনবারের সংসদ সদস্য আবদুলস্নাহ আল ইসলাম জ্যাকবকেই মনোনয়ন দেবে বাংলাদেশ আওয়ামী লীগ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১২(১) চ ধারা অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের এই বিধান বাতিল হলে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সদ্য অবসরপ্রাপ্ত সচিব মেজবাহ উদ্দিন।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরফ্যাশন উপজেলা ও তৃণমূলের একাধিক নেতারা বলছে, স্থানীয়ভাবে দলীয় জনপ্রিয়তার শীর্ষে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম থাকলেও মনোনয়নের দৌড়ে এগিয়ে আছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।

জানা যায়, এ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি কেফায়েত উল্যাহ নজিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম মিজানুর রহমান।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মো. মহিবুলস্নাহ এবং চরফ্যাশন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আলাউদ্দিন তালুকদার।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য আবদুলস্নাহ আল ইসলাম জ্যাকব বলেন, 'দীর্ঘ প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন চরফ্যাশন-মনপুরায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। তার মধ্যে ৩টি নতুন থানা, ৭টি নতুন ইউনিয়ন, ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ স্থাপন, নদীভাঙন

রোধ, উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কোয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল নির্মাণ, স্কুল-কলেজ জাতীয়করণ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, সহকারী সিনিয়র জজ আদালত স্থানান্তর এবং বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরিতে আধুনিক মানের রেস্টহাউস নির্মাণ আমার উলেস্নখযোগ্য উন্নয়ন। এ ছাড়া চরফ্যাশন-মনপুরা উপজেলায় রাস্তাঘাট, পুল কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার অত্যাধুনিক ভবন নির্মাণসহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে দ্বীপজেলা ভোলার সাগরকূলের সর্ববৃহৎ উপজেলা চরফ্যাশনকে জেলা করার দৌড়ে অনেকদূর এগিয়ে নেওয়া হয়েছে।'

জ্যাকব আরও বলেন, 'পৃথিবীর মধ্যে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আমার সময়ের উন্নয়ন, সততা ও দলের জন্য নিরলসভাবে কাজ করার মূল্যায়ন বিবেচনায় তৃণমূল মানুষের মতামতের ভিত্তিতে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে এটা আমি শতভাগ আশাবাদী।'

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, 'আমাদের দলীয় দাবি আদায়ের মধ্যদিয়ে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। এ আসনের সর্বস্তরের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা শুধু দলের নির্দেশনার অপেক্ষায় আছি।'

অন্যদিকে বিএনপির মনোনয়ন চাওয়া প্রসঙ্গে নুরুল ইসলাম নয়ন বলেন, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) বিএনপির দুর্গ। তারপরও যখন এখানে বারবার দল পরাজিত হয় তখন বুঝতে হবে, প্রার্থীর মধ্যে গলদ রয়েছে। তাছাড়া এমপি জ্যাকবকে ঠেকাতে ক্লিন ইমেজের তরুণ নেতৃত্ব প্রয়োজন। আমি আশা করছি, দেশনেত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রজন্মের অহংকার তারেক রহমান এসব বিষয় নিশ্চয়ই বিবেচনা করবেন। আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে বলে আমি বিশ্বাস করি।'

ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাওলানা মো. মুহিবুলস্নাহ বলেন, 'দেশের স্থায়ী শান্তি, মানবতার মুক্তি, সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন নির্মূল ও ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য পীর সাহেব চরমোনাই অতীতের মতো অবশ্যই আমাকে এ আসন থেকে মনোনয়ন দেবেন।'

জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কেফায়েত উল্যাহ নজিব ও এম মিজানুর রহমান দু'জনই অভিন্ন বক্তব্যে জানান, দল মনোনয়ন দিলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন এবং দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন। তবে জোটগত নির্বাচন হলে দলের স্বার্থে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান তারা।

আগামীকাল : ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিস্তারিত

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে