সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিদু্যৎ লাইনে ট্রিপ করায় দুই ঘণ্টা মেট্রোরেল বন্ধ

যাযাদি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৩, ০০:০০

'ওভারহেড পাওয়ার সাপস্নাইয়ে' সমস্যার কারণে দুই ঘণ্টার বেশি সময় ঢাকার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়, পরে মেরামত শেষে বেলা ১১-৪৭ মিনিটে ফের ট্রেন চলাচল শুরু হয় বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন জানান।

তিনি বলেন, 'ওভারহেড পাওয়ার সাপস্নাইয়ের সমস্যা ছিল। ওটা ট্রিপ করেছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।'

এর আগে সোমবার নির্ধারিত সময় সকাল ৮টার বদলে ট্রেন ছাড়ে ৮-৪০ মিনিটে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে স্কুল-কলেজ ও অফিসগামীদের।

সেদিন ডিএমটিসিএল এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেছিলেন, 'মেট্রোরেল মূলত অটোমেটিক সিগন্যালে চলে, আজকে সকালে সিগন্যাল ড্রপ হয়েছিল। পরে পুরো সিগন্যাল নতুন করে রান করা হয়েছে, যার জন্য পুরো ট্র্যাক চেইঞ্জ করে সিস্টেম রান করতে ৪০ মিনিট লেগেছে।'

হঠাৎ করে দেরিতে ট্রেন ছাড়ায় অফিস, স্কুল-কলেজ ও অন্যান্য কাজে বের হওয়া মেট্রোরেল ব্যবহারকারীদের ভোগান্তির মুখে পড়তে হয়।

গত ৩১ মে থেকে মেট্রোরেল চলছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত; প্রথমদিকে মঙ্গলবার বন্ধ থাকলেও এখন প্রতি সপ্তাহের শুক্রবার বন্ধ থাকছে ট্রেনের চলাচল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে