সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
সুবিধা পাবেন উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষ

১১ বছর পর ফের চালু হলো রামসাগর এক্সপ্রেস ট্রেন

গাইবান্ধা প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ থাকার পর ফের চালু হলো রামসাগর এক্সপ্রেস ট্রেন (বোনারপাড়া-দিনাজপুর রেল রুটের)। আজ থেকে নিয়মিত চলাচল করবে ট্রেনটি। এতে সুবিধা পাবেন উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষ।

মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশনে এই ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল মন্ত্রণালয়কে পৃথক মন্ত্রণালয় ঘোষণা করে রেল বিভাগকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন। যা ইতোপূর্বে কোনো সরকার করে নাই। রেল যোগাযোগ ব্যবস্থার সেই উন্নয়নের ধারাবাহিকতা হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করা হলো।'

তিনি আরও বলেন, 'এ অঞ্চল থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ৮ জেলার বিকল্প যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই। এই ট্রেনটি এ অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ও মালামাল পরিবহণসহ অন্যান্য সুযোগ-সুবিধার সৃষ্টি করবে। শুধু তাই নয়, আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে। এ কারণে গাইবান্ধা জেলার স্কুল-কলেজ শিক্ষকদের প্রায়ই দিনাজপুর যেতে হয়। এক্ষেত্রেও ট্র্রেনটির গুরুত্ব অপরিসীম।'

নুরুল ইসলাম সুজন বলেন, 'বর্তমানে বিএনপি-জামায়াত জোট ক্ষমতার লোভে দেশব্যাপী পুনরায় আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা ইতোপূর্বেও এই দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তাই তাদের এই আগুন সন্ত্রাস বন্ধ করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।'

পরে মন্ত্রী দুপুর ২টায় সাদুলস্নাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।

সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস. এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রমুখ। সভাটি পরিচালনা করেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন।

বোনারপাড়া রেল স্টেশন সূত্রে জানা যায়, প্রথমে ২০১০ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১টা ৪০ মিনিটে পৌঁছায়। আবার বিকাল ৩টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯টার দিকে বোনারপাড়ায় ফেরে। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট ট্রেন চলাচল বাতিল করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে