সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শান্তি-উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিন

নসরুল হামিদ
যাযাদি ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শান্তি-উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বলেছেন, 'কেরানীগঞ্জ এক সময় ছিল বাতির নিচে অন্ধকার। ঢাকার খুব কাছে হওয়ার পরও এখানে আগের সরকারগুলো বিশেষ করে বিএনপি-জামায়াত এবং স্বৈরাচারী সরকারের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি। ২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকার কেরানীগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। একসময় সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের জনপদ বলে যে কেরানীগঞ্জ পরিচিত ছিল সেই কেরানীগঞ্জে এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে।'

বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে এ সব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রী বলেন, '২০০১ সালের নির্বাচনে বিএনপির আমানউলস্নাহ আমানের সময়ে শুধুমাত্র ঢাকা-৩ আসনেই এক লাখ ৩০ হাজার ভুয়া ভোটার ছিল। সারা দেশে এক কোটি ২১ লাখ ভুয়া ভোটার করা হয়েছিল বিএনপি-জামায়াতের সময়। যারা ভুয়া ভোটার লিস্ট করে, মানুষকে ভয় দেখিয়ে ভোট সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের প্রতিহত করতে হবে।'

কর্মিসভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই. মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে