রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নতুনধারা
  ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা ও তাদের অবদানকে স্মরণের মাধ্যমে 'বিশ্ব শিক্ষক দিবস' পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। শিক্ষকদের জন্য বিশেষ একটি দিন হিসেবে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল 'আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন শিক্ষক : শিক্ষকের স্বল্পতা পূরণ করা বৈশ্বিক দাবি'।

দিবসটি পালন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। বর্ণাঢ্য শোভাযাত্রার পর এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, 'শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যাদের নিঃস্বার্থ পরিশ্রমে আলোকিত ও সুন্দর হয় আমাদের পৃথিবী।'

একজন মানুষের জীবনে শিক্ষকের ভূমিকার প্রতি আলোকপাত করে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, 'বাবা-মায়ের পরই আমাদের জীবন গঠনে যিনি সবচেয়ে বেশি অবদান রাখেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আজ আমরা সেই মহান শিক্ষকদের অন্তরভরে শ্রদ্ধা ও স্মরণ করব।' সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে