শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কলাবাগানে স্ত্রীর দগ্ধ লাশ, পুলিশ হেফাজতে স্বামী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৪, ০০:০০
কলাবাগানে স্ত্রীর দগ্ধ লাশ, পুলিশ হেফাজতে স্বামী

গাজীপুরের শ্রীপুরে কলাবাগান থেকে মালেকা বেগম নামের এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের গুতারবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মালেকা বেগম (৩৫) উপজেলার গাজীপুর গ্রামের কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।

নিহতের ছোটভাই মো. সুজন মিয়া বলেন, 'আনুমানিক ২০ বছর আগে বাচ্চু মিয়ার সঙ্গে মালেকার বিয়ে হয়। তার স্বামী অনেক দিন ধরে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ১৫ দিন আগেও তাকে মারধর করেছে। বুধবার রাত ৩টার দিকে আমাদের জানানো হয় মালেকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রাতে আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানতে পারি বাড়ির অদূরে কলাবাগানে আগুনে পোড়ানো মরদেহ পড়ে আছে। এরপর আমরা

কয়েকজন দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পোড়ানো অবস্থায় মালেকার বিকৃত

মরদেহ পড়ে আছে। 'আমাদের ধারণা, নির্যাতনের পর বাচ্চু আমার বোনকে পুড়িয়ে মেরে আত্মহত্যার নাটক সাজায়।'

তবে নিহতের স্বামীর বাড়ির লোকজন

জানায়, ঝগড়াঝাটির পর মালেকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে