দেশজুড়ে চলমান যৌথবাহিনীর 'অপারেশন ডেভিল হান্টের' মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়া পুলিশ রাজধানীতে টহল ও চেকপোস্ট বাড়িয়ে তলস্নাশি জোরদার করেছে। ঢাকা মহানগরীর ৫০ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫০০টি টহল দল পরিচালনার পাশাপাশি ৫৪টি তলস্নাশিচৌকি বসিয়ে 'তৎপরতা' বাড়ানোর কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এসময়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
পাঠানো বার্তায় গত ২৪ ঘণ্টার তথ্য দিয়ে বলা হয়েছে, 'জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে
ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র?্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।'
এছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ৩১টি চেকপোস্ট বসিয়ে তলস্নাশি করেছে।
গ্রেপ্তার ২৮৪ জনের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সাতজন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত বলে ডিএমপির তথ্যে বলা হয়েছে।
তাদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি পস্নায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি লোহার শাবল, একটি চাপাতি, একটি দা ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪ পিস ইয়াবাসহ ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়েছে।