মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অতিরিক্ত ডিআইজি ফরিদসহ আটজন সংযুক্ত

যাযাদি রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অতিরিক্ত ডিআইজি ফরিদসহ আটজন সংযুক্ত

পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ৫৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ আট কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির অফিসে সংযুক্ত করা হয়েছে। আর দুজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের এই কর্মকর্তাদের রদবদল করে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এ নিয়ে ৫০ জনের মত কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত অবস্থায় থাকা কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এর মধ্যে।

বিগত সরকারের আমলে 'ভালো পোস্টিং' এ থাকা কর্মকর্তাদের অনেকেই এর মধ্যে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হয়েছেন। সংযুক্ত থাকা অবস্থায় তারা নিয়মিত বেতন ভাতা পেলেও তাদের অপারেশনাল কোনো কাজ থাকছেন না।

সর্বশেষ সংযুক্ত হওয়া আটজনের মধ্যে রয়েছেনর্ যাব-১০ এর আলোচিত সাবেক অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ফরিদ উদ্দিন।

বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ কিছু দিন ধরে ফরিদ উদ্দিন আহমেদকে চাকরিচু্যত করা ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে