শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপসটে বঙ্গবন্ধুর দিকনির্দেশনার ওপর সেমিনার

নতুনধারা
  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সার্বিক তত্ত্বাবধানে ্তুজবভষবপঃরড়হ ড়ভ :যব ঋধঃযবৎ ড়ভ :যব ঘধঃরড়হ ইধহমধনধহফযঁ ঝযবরশয গঁলরনঁৎ জধযসধহ্থং ঠরংরড়হ ভড়ৎ ডড়ৎষফ চবধপব ধহফ ঝবপঁৎরঃু ু অ ঝঃধহফরহম এঁরফবষরহব ভড়ৎ চবধপব ইঁরষফরহম অৎড়ঁহফ :যব ডড়ৎষফ্থ শীর্ষক একটি সেমিনার বুধবার বিপসটে অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার প্রতিফলনের আলোকে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমকে মূল্যয়ন এবং উৎসাহ প্রদান করাই ছিল সেমিনারের মুখ্য উদ্দেশ্য।

বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে বক্তৃতা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষক লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.), বীরপ্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ (এলপিআর) পরিচালক, ব্যবসায় শাখা, আর্মিওয়েল ফেয়ার ট্রাস্ট, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রফেসর ড. রাশেদ-উজ-জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90408 and publish = 1 order by id desc limit 3' at line 1