শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রাণিসম্পদ অধিদপ্তরের চার পদে নিয়োগের ফল প্রকাশের দাবি

ম যাযাদি রিপোর্ট
  ৩০ নভেম্বর ২০২০, ০০:০০

প্রাণিসম্পদ অধিদপ্তরের তৃতীয় শ্রেণির চারটি পদের পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা অবিলম্বে মৌখিক পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে আগত চাকরিপ্রত্যাশীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা অবিলম্বে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চাকরিপ্রত্যাশী জালাল আহমেদের সভাপতিত্বে আরেক চাকরিপ্রত্যাশী সাইফুল ইসলাম বলেন, 'প্রাণিসম্পদ অধিদপ্তরের চারটি পদের পরীক্ষায় অংশ নিয়ে গত ১৪ মার্চ ৬১০ জন ভাইবা (মৌখিক পরীক্ষা) দিয়েছি। ভাইবার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা অধিদপ্তরে যোগাযোগ করলেও বলা হচ্ছে মামলার জটিলতা আছে। কিন্তু করোনা পরিস্থিতি ও আমাদের বয়স বিবেচনায় আমরা দিনদিন হতাশ হয়ে পড়ছি। তাই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগ চূড়ান্ত করতে হবে। তা নাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।' মানববন্ধনে অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে