শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চবির 'বঙ্গবন্ধু চেয়ার' পদে অধ্যাপক মুনতাসীর মামুন

যাযাদি ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বঙ্গবন্ধু চেয়ার' পদে নিয়োগ পেয়েছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর মুনতাসীর মামুন।

শনিবার তাকে এ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় আগামী দুই বছরের জন্য অধ্যাপক ডক্টর মুনতাসীর মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে। অফিসের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তিনি পদে যোগ দেবেন।'

এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী নির্দিষ্ট শর্ত পূরণ না করায় তার পরিবর্তে অধ্যাপক ডক্টর মুনতাসীর মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অধ্যাপক ডক্টর মুনতাসীর মামুনের জন্ম ১৯৫১ সালের ২৪ মে ঢাকার ইসলামপুরে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। বাবার নাম মেজবাহ উদ্দিন খান ও মায়ের নাম জাহানারা খান। পিতামাতার তিন ছেলের মধ্যে তিনি জ্যেষ্ঠ।

মুনতাসীর মামুন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন ১৯৯১ সালে। ২০১৬ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয় থেকে অবসরকালীন ছুটিতে যান তিনি। এরপর ১৬ আগস্ট ২০১৭ এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু চেয়ার' পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এ পর্যন্ত মুনতাসীর মামুনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২২০টি। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ থাকলেও ইতিহাস তার প্রধান কর্মক্ষেত্র। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও।

উলেস্নখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে পদটি সৃষ্টি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে