শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুর চিড়িয়াখানার লিয়নের মৃতু্য

রংপুর প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২১, ০০:০০
জলহস্তী লিয়ন

রংপুরে সরকারি চিড়িয়াখানায় লিয়ন নামে একটি জলহস্তী মারা গেছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বার আলী।

চিড়িয়াখানা সূত্র জানায়, ২০০৬ সালে ঢাকা চিড়িয়াখানা থেকে রংপুরে আনা হয়। বার্ধক্যজনিত কারণে এক বছর ধরে অসুস্থ ছিল। দাঁত ক্ষয়ে যাওয়ার কারণে প্রাণীটি খেতে পারত না। হস্তীটি এতই অসুস্থ হয়ে পড়লে চলতি বছরের ২৭ ফেব্রম্নয়ারি সেটি মারা যায়। পরে মৃত প্রাণীটি চিড়িয়াখানার পূর্বপাশে পুঁতে ফেলা হয়। মৃতু্যর সময় জলহস্তীটির বয়স হয়েছিল ৩৯ বছর ৩ মাস ২ দিন। তার নাম লিয়ন। বর্তমানে আরো দুটি জলহস্তী রংপুর চিড়িয়াখানায় রয়েছে। বর্তমানে এখানে ৩৩টি প্রজাতির ২২৪টি প্রাণী রয়েছে।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বার আলী জানান, জলহস্তী সাধারণত সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে