শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুযোগ কাজে লাগাতে প্রস্তুত সাইফউদ্দিন

আমরা অনুশীলনের জন্য দুই সপ্তাহ সময় পাব। কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব। এখানেও অনুশীলনে ছিলাম। আমাদের প্রস্তুতি বেশ ভালো আছে। নিউজিল্যান্ডে বিরুদ্ধ কন্ডিশন হলেও ভালো করতে চাইলে যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেটে ভালো করা সম্ভব। সঠিক লাইন ও লেন্থে বল করতে না পারলে স্বাভাবিকভাবে নিউজিল্যান্ডে খারাপ হবে না। মোহাম্মদ সাইফউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

বিশ্বকাপ থেকে ইনজুরি বড় ভোগাচ্ছে ডানহাতি পেসার অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। সাদা বলে অপরিহার্য হয়ে ওঠা এই অলরাউন্ডার বিশ্বকাপে পেইন কিলার ইনজেকশন নিয়ে খেলেছেন। ইনজুরির কারণে মিস করেছেন শ্রীলংকা এবং ভারত সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলতে পেরেছেন মাত্র ১টি ম্যাচ। সিরিজের শেষ ম্যাচে প্রাপ্ত সুযোগকে করেছেন সদ্ব্যবহার। বল হাতে তুলে নেন ক্যারিবিয়ানদের ৩টি উইকেট।

২৪ বছর বয়সি ডানহাতি এই পেসার অল রাউন্ডারের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা মন্দ নয়। ৪ ওয়ানডে ম্যাচে ৩১.০০ গড়ে ১২১ রানের পাশাপাশি শিকার করেছেন ৩ উইকেট। এবাকার কিউই সফরে বাংলাদেশ দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিউজিল্যান্ডের মাঠে ২০১৯ সালে ওয়ানডে সিরিজে খেলার অভিজ্ঞতাও আছে (৩ ম্যাচে ৩১.৬৬ গড়ে ৯৫ রান,১ উইকেট)। তাইতো এবার সাকিবহীন নিউজিল্যান্ড সফরে ফেনীর এই তরুণ পেস অলরাউন্ডারই সফরকারীদের প্রধান ভরসা। এবারের পাওয়া সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত সাইফউদ্দিন।

টিম সাউদি ও ট্রেন্ট বোল্টদের তোপ সামলাতে হবে তামিম-মুশফিকদের। একই সঙ্গে কেন উইলিয়ামসন ও মার্টিন গাপ্টিলদের পরীক্ষা নিতে তৈরি বাংলাদেশের পেসাররা। নিউজিল্যান্ডের পেস কন্ডিশনকে শতভাগ কাজে লাগিয়ে সুবিধা আদায়ের প্রতিশ্রম্নতি দিয়েছেন বাংলাদেশের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। নিউজিল্যান্ড যাওয়ার আগের দিন আশাবাদী কণ্ঠে তিনি বললেন, নিজেদের প্রক্রিয়া অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের কন্ডিশন পেসবান্ধব। পেসাররা ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন। সেটা মাথায় রেখে সাত পেসার নিয়ে তিন ওয়ানডে ও তিন টি২০ খেলতে মঙ্গলবার উড়াল দিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ রুবেল হোসেন, মুস্তফিজুর রহমান ও আল-আমিনের সঙ্গে সাইফউদ্দিন ছাড়াও আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। পেস বোলিংয়ের শক্তি বাড়িয়েছে সৌম্য সরকারের অন্তর্ভুক্তিও। সাইউদ্দিনের বিশ্বাস, 'যদি আমরা ক্রিকেটীয় প্রক্রিয়া ঠিক রাখতে পারি তাহলে সফলতা পাব। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই।'

দলে সাত পেসার থাকায় একাদশে সুযোগ পেতে তাদের ভেতরেও থাকবে প্রতিযোগিতা। সেসব নিয়ে আপাতত ভাবছেন না সাইফ। সুযোগ পেলে নিজেকে উজার করে দেওয়ার ভাবনা তার, 'আমি দলে সুযোগ পাব কি পাব না তা নিয়ে ভাবছি না। কন্ডিশন বিবেচনায় যেটা ভালো মনে হবে, সেটাই হবে। তবে সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

করোনার কড়া নিয়মে বাংলাদেশকে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময়ে পুরোদমে অনুশীলনের সুযোগ পাওয়া যাবে সামান্য। তিন দিনের আইসোলেশনের পর ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন। এরপর ধাপে ধাপে সফরকারী দল 'খোলস' থেকে বেরিয়ে আসবে। কোয়ারেন্টিন পর্ব শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেটিই হবে বাংলাদেশের মূল প্রস্তুতি। এরপর সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে যথেস্ট প্রস্তুতির সুযোগ আছে বলেই মনে করেন সাইফউদ্দিন, 'আমরা অনুশীলনের জন্য দুই সপ্তাহ সময় পাব। কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবো। এখানেও অনুশীলনে ছিলাম। আমাদের প্রস্তুতি বেশ ভালো আছে। নিউজিল্যান্ড বিরুদ্ধ কন্ডিশন হলেও ভালো করতে চাইলে যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেটে ভালো করা সম্ভব। সঠিক লাইন ও লেন্থে বল করতে না পারলে স্বাভাবিকভাবে নিউজিল্যান্ডে খারাপ হবে না।'

তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটি ম্যাচেও জয় পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। নিরপেক্ষ ভেনু্য কিংবা নিজেদের মাঠে একাধিক জয় থাকলেও কিউই কন্ডিশনে শুধুই ব্যর্থতা। এবার সেই আক্ষেপ দূর করে জয় পেতে মরিয়া বাংলাদেশ। অন্য সবার মতো সাইফউদ্দিনও শোনালেন একই কথা, 'অনেক চাপ থাকবে কিনা, সেই সব ভাবছি না। প্রসেসটা ঠিক রাখলে সফলতা পাব। আশা করি, আমরা পুরনো ইতিহাস পাল্টাতে পারব।'

দলে সাত পেসার, একাদশে সুযোগ পাওয়া কতটা চ্যালেঞ্জিং হবে? এমন প্রশ্নে সাইফউদ্দিনের জবাব, 'না, এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যা ভালো মনে হবে, টিম ম্যানেজমেন্ট সেটাই করবে। আমি আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। এরপর সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে