শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভিন্নরকম চ্যালেঞ্জিংয়ে সময় কাটছে তামিমদের

কারও সঙ্গে দেখা করার সুযোগ নেই। প্রথমবার খোলা বাতাসে গিয়ে একটু অবাক হয়েছি। দুই-তিনদিন রুমের মধ্যে ছিলাম সবাই। সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। সবকিছুই ভিন্নরকম চ্যালেঞ্জিং; কিন্তু সময় কেটে যাচ্ছে। -তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
  ০৩ মার্চ ২০২১, ০০:০০
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের। নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন ওপেনিং ব্যাটসম্যান -ফাইল ফটো

অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে দল নিয়ে রোমাঞ্চিত তামিম ইকবাল। কন্ডিশন যেমনই হোক পরিকল্পনা আর সামর্থ্য মতো খেলতে পারলে, যে কোনো দলকেই হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। নিজেদের ফিট রাখতে সবাই রুমেই সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। শুধু তামিম নয়, মাঠে নামতে মুখিয়ে আছেন দলের সব ক্রিকেটারই।

তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন। অধিনায়কত্ব পাওয়ার পর, অভিষেকের জন্য অপেক্ষা করতে হলো প্রায় এক বছর। তার নেতৃত্বে প্রথম বিদেশ সফরে গেছে দল, তবে সেখানেও কত বাধ্যবাধকতা। নিউজিল্যান্ডে পৌঁছানোর প্রায় সপ্তাহ পার হতে চলল, এখনো মাঠের মুখ দেখেননি ক্রিকেটাররা। আইসোলেশন নিয়ে কোনো সমস্যা না হলেও, আছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। দুই দফা কোভিড নেগেটিভ এসেছে সবার। আর একটা পরীক্ষা বাকি। সেখানে ফল পক্ষে থাকলেই পাওয়া যাবে মাঠে নামার অনুমতি। তার আগে নিজেদের ফিট রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই। আপাতত বন্দি সময়টা একদমই ভিন্নরকম, চ্যালেঞ্জিং ঠেকছে সব ক্রিকেটারের কাছেই। তামিম জানালেন, ঘুম আর ওয়েব সিরিজের বিনোদন নিয়েই সময় পার করে নিচ্ছেন তিনি।

তামিম বলেন, 'তৃতীয় কোভিড টেস্ট নেগেটিভ এলে আমরা পরশু থেকে জিম ব্যবহার করতে পারব। এখানে দুইটা জিম আছে। গ্রম্নপে গ্রম্নপে ব্যবহার করতে পারব। রুমের মধ্যে প্রায় ২৩ ঘণ্টা থাকতে হয়। রুমে সাইকেল আছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। সাইক্লিং করি। সারাদিন অ্যামাজন আর নেটফ্লিক্স দেখে সময় পার করছি। সব ঠিক থাকলে ৮ম দিন থেকে ছোট ছোট গ্রম্নপে মাঠে গিয়ে অনুশীলন করব। আমরা সবাই মুখিয়ে আছি সেটার জন্য।'

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ভরাডুবির পর ক্রিকেটারদের নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। নিউজিল্যান্ডে কেমন করছে দল সেদিকেও থাকবে সবার দৃষ্টি। তবে দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের। তাই বিরুদ্ধ কন্ডিশনেও দলের ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক।

তামিম বলেন, 'বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ টু্যর আমার। আশা করছি প্রথম ওয়ানডের আগে অনুশীলনে দল হিসেবে প্রস্তুতি সম্পন্ন হবে। সবার সঙ্গে কথা বলে বুঝেছি সবাই ভালো করতে চায় দলের জন্য। আমি খুবই আশাবাদী। বাংলাদেশ দলের ঐ সামর্থ্য আছে। যদি সবাই পরিকল্পনা মাফিক খেলতে পারি, একসঙ্গে পারফর্ম করলে যে কোনো দলকে হারানো সম্ভব। শুধু আমি নয়, এটা দলের সবাই এটা বিশ্বাস করে।'

১৯ জন ক্রিকেটারসহ ৩৫ জনের বিশাল বহর বাংলাদেশের। তিন দিন পর সবাই একসঙ্গে বের হতে পারছেন না। আলাদা আলাদা গ্রম্নপ করে দেওয়া হয়েছে। ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। একসঙ্গে সফরে গেলেও তামিম জানান অনেকের সঙ্গে তাই এখনো দেখাই হয়নি। করোনার মধ্যে হোটেল বন্দি হয়ে থাকাটা ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। তবে নিউজিল্যান্ডে যে অভিজ্ঞতা হচ্ছে তা একেবারেই নতুন। অধিনায়ক জানালেন নিজের অভিজ্ঞতা। তিনি জানান, 'কারো সঙ্গে দেখা করার সুযোগ নাই। প্রথমবার খোলা বাতাসে গিয়ে একটু অবাক হয়েছি। দুই-তিন দিন রুমের মধ্যে ছিলাম সবাই। সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। সবকিছুই ভিন্নরকম চ্যালেঞ্জিং কিন্তু সময় কেটে যাচ্ছে।'

সেলফ আইসোলেশনের চ্যালেঞ্জ ভালোমতোই পার করেছে বাংলাদেশ দল। এখন দেখার অপেক্ষা মাঠের চ্যালেঞ্জ কতটুকু নিতে পারে টাইগাররা। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজ। তার আগে আগামী ১০ তারিখ কুইন্সটাউনে পুরো দল নিয়ে অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে