শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা লিগের জন্য পিএসএল ছাড়বেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ১২ মে ২০২১, ০০:০০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ভারত থেকে ফেরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন টাইগার অলরাউন্ডার। আইপিএলের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা ছিল সাকিবের। তবে এই টুর্নামেন্টের পরিবর্তে দেশের ঘরোয়া টুর্নামেন্টের আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে চান সাকিব।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের একটি সূত্র জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে ডিপিএলের কোনো দলেই ছিলেন না সাকিব। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ডিপিএল খেলতে চান বাঁহাতি অলরাউন্ডার। সকল নিয়ম মেনে সাকিবকে দলে নিতে চায় মোহামেডান। এজন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

মোহামেডানের ওই সূত্র বলেন, 'সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি সিসিডিএম বরাবর দাখিল করেছি। যেখানে বলা আছে সাকিব মোহামেডানের হয়ে এবার ডিপিএলে অংশ নিতে চান।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে