শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোল উৎসব করেই চ্যাম্পিয়ন কিংস

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ জুলাই ২০২১, ০০:০০
নারী ফুটবল লিগে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। তাতেই উচ্ছ্বসিত দলের খেলোয়াড়রা -বাফুফে

নারী লিগে এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। শনিবার প্রতিপক্ষ জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে মাত্র ১টি পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত ছিল। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই ম্যাচেই ১৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন সাবিনারা। এখনো তাদের এক ম্যাচ বাকি আছে। ১৩ ম্যাচে সবকটি জেতা কিংসের পয়েন্ট ৩৯। দ্বিতীয় ম্যাচে আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব (এআরবি) ৯-০ গোলে সদ্য পুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রানার্স আপ হয়। তাদেরও এক ম্যাচ বাকি। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট।

শিরোপা জিততে শেষ দুই ম্যাচে ১ পয়েন্ট দরকার ছিল বসুন্ধরার মেয়েদের। প্রতিপক্ষ হিসেবে খুব একটা কঠিন নয় জামালপুর কাচারিপাড়া একাদশ। তাই তাদের বিপক্ষে সহজ জয়ের আত্মবিশ্বাস ছিল। তাই তো শিরোপা জয়ের উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল দলটি। শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়-অফিসিয়ালরা চ্যাম্পিয়ন লেখা জার্সি পরে বিজয়োলস্নাস করতে থাকে। প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ১১ বার কাচারিপাড়া একাদশের জালে বল পাঠায় সাবিনা-কৃষ্ণারা। বিশাল জয়ে সবচেয়ে বেশি ৫ গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। চারটি গোল সাবিনা খাতুনের ও তিনটি শামসুন্নাহার জুনিয়রের। একটি করে গোল করেছেন সানজিদা, মনিকা, আনাই মিনি ও সুমাইয়া। একটি গোল কাচারিপাড়ার আত্মঘাতী।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেও গত আসর থেকে এই আসরে গোলের দেখা কম পেয়েছে কিংস। ১১৯টি গোল করেছিল গত আসরে এবার ১৩তম ম্যাচ পর্যন্ত করেছে ১০৭টি গোল করেছে। যার মধ্যে কৃষ্ণা রানী সরকার করেছেন সর্বোচ্চ ২৪ এবং অধিনায়ক সাবিনা খাতুন করেছেন ২১ গোল। শিরোপা জয়ের পর কিংসের কোচ আবু ফয়সাল আহমেদ বলেন, 'আজ (শনিবার) এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত ছিল। কিন্তু আমরা প্রতিটি ম্যাচই খুব গুরুত্ব দিয়ে খেলেছি। আমাদের স্কোরশিটই তার প্রমাণ। এই ট্রফি জয়ের পেছনে বড় অবদান মেয়েদের। শেষের ম্যাচটিও আমরা জিততে চাই।'

এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করা স্ট্রাইকার কৃষ্ণা বলেন, 'আমাদের বড় চ্যালেঞ্জ ছিল ক্লাবকে আবার শিরোপা জেতানো। সেটি আমরা পেরেছি। এজন্য খুব খুশি আমরা।'

কিংসে জাতীয় দলের অধিকাংশ ফুটবলার। জাতীয় ফুটবলারদের চ্যালেঞ্জও মিটল এই শিরোপায় মনে করেন মিডফিল্ডার সানজিদা, 'কিংস আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। জাতীয় ফুটবল দলের অনেকে রয়েছি। আমাদের ভালো কিছু করে প্রমাণ দেয়ার ছিল। সেটা প্রমাণ দিয়েছি।'

একই ভেনু্যতে দিনের দ্বিতীয় ম্যাচে সদ্য পুস্করিণীর বিপক্ষে গোল উৎসব করে এআরবি। অনিকা তানজুম হ্যটট্রিক আর স্বপ্নারানী করেন জোড়া গোল। একটি করে গোল করেন সাহেদা আক্তার রিপা, নাসরিন আক্তার, নওসিন জাহান ও আকলিমা খাতুন। আজ নারী লিগে বিরতি। ১৯ জুলাই ১৪তম রাউন্ডে তিনটি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তী ঘটবে এবারের নারী লিগের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে