শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌসুম শুরুর আগেই মেসি-রোনালদোর লড়াই?

ম ক্রীড়া ডেস্ক
  ২৫ জুলাই ২০২১, ০০:০০

স্প্যানিশ লা লিগায় একে অন্যের মুখোমুখি হয়েছেন অনেকবার। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচে অন্যতম আকর্ষণ ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা জুভেন্টাসে নাম লিখিয়ে ইতালিয়ান সিরি'আতে চলে যাওয়ার পর মেসির সঙ্গে তার দ্বৈরথ খুব একটা হয়নি। তবে এবার মৌসুম শুরুর আগেই তাদের লড়াই উপভোগের সুযোগ তৈরি হতে পারে। ৮ আগস্ট নু্য ক্যাম্পে জোয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে জুভেন্টাস। প্রাক-মৌসুম প্রস্তুতির এই ম্যাচে দেখা হতে পারে এই দুই বড় তারকার।

তবে তার আগে বর্তমানে ফ্রি এজেন্টে থাকা মেসির সঙ্গে বার্সেলোনার নতুন করে চুক্তি হতে হবে। তাহলেই জোয়ান গাম্পার ট্রফিতে খেলার সম্ভাবনা থাকবে আর্জেন্টাইন খুদে জাদুকরের। গত মাসে বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। স্প্যানিশ মিডিয়ার খবর, কাতালানদের সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করতে যাচ্ছেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন অধিনায়ক। জোয়ান গাম্পার ট্রফির ম্যাচটি মাঠে বসে অবশ্য সবাই খেলা দেখতে পারবেন না। করোনাভাইরাসের কারণে ধারণক্ষমতার ২০ ভাগ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

গত ডিসেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রম্নপ পর্বের ফিরতি লেগে সর্বশেষ মেসির মুখোমুখি হয়েছিলেন রোনালদো। বার্সার মাঠে সেদিনের সেই ম্যাচে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা। তবে তার আগে প্রথম লেগে ঘরের মাঠে বার্সার কাছে ২-০ গোলে হারের ম্যাচটিতে রোনালদো খেলতে পারেননি কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে