শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেমিকে সরিয়ে সাফের দায়িত্ব ব্রম্নজোনের কাঁধে

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
জেমি ডে অস্কার ব্রম্নজোন

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন না ইংলিশ কোচ জেমি ডে। শুক্রবার ন্যাশনাল টিমস কমিটির সভায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিবর্তে সাফের দলের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাধারী বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রম্নজোনকে। সাফ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ দুই মাস, ১৭ নভেম্বর পর্যন্ত।

সাম্প্রতিক বিবর্ণ পারফরম্যান্সের কারণে কোচ জেমিকে কোচের পদ থেকে সরানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছিল। শুক্রবার সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, 'নেপাল ও কিরগিজস্তানে দুটি প্রতিযোগিতার ফল দেখে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তাই জেমি'ডেকে দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হচ্ছে। ব্রম্নজোনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।'

অস্কার ব্রম্নজোনকে মূলত তিনটি টুর্নামেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান নাবিল আহমেদ, '১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে সাফের ১৩তম আসর। অক্টোবরের শেষে কুয়েতে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। আগামী ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর শ্রীলংকায় চার দেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন অস্কার। ক্লাব বসুন্ধরার সঙ্গে আপাতত চুক্তি শেষ হয়ে গেছে এই স্প্যানিশ কোচের।'

দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হলেও চুক্তি অনুযায়ী এই সময়ে জেমি বেতন ভাতা পাবেন বলে জানিয়েছেন নাবিল। বাফুফের সঙ্গে জেমির চুক্তির মেয়াদ আগামী ২০২২ সালের আগস্ট পর্যন্ত। ২০১৮ সালের জুনে বাংলাদেশ দলের হাল ধরেছিলেন এই কোচ। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে অস্কার ব্রম্নজোনের। আসল পরীক্ষাটা তার সেখানেই। এরপর নভেম্বরে শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিসেলস আইল্যান্ড, শ্রীলংকা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে