দুই অর্ধে চমৎকার দুটি গোল উপহার দিলেন দিয়াগো জতা। পর্তুগিজ ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠল লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে গানারদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল। অ্যানফিল্ডে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আগামী ২৭ ফেব্রম্নয়ারি ওয়েম্বলির ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে চেলসির।
শেষ চারে টটেনহাম হটস্পারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় থমাস টুখেলের দল চেলসি। প্রথম লেগে বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে লিভারপুলকে রুখে দেওয়া আর্সেনাল ঘরের মাঠে ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু বাদ সাধে দুর্ভাগ্য, ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের শট ক্রসবারে লাগে। এরপর ১৯ মিনিটে প্রথম গোলটি করেন অররেডদের পর্তুগিজ ফরোয়ার্ড জতা। মাঝমাঠ থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের বাড়ানো পাস ধরে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সি ফুটবলার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ আসে সফরকারীদের সামনে। কিন্তু আট গজ দূর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন ইংলিশ টিনএজার গর্ডন। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন দিয়াগো জতা। এই গোলেও অবদান রাখেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তার ক্রস বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন জতা। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিভারপুলের ফাবিনিহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ডিফেন্ডার থমাস পার্টি। শেষতক ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd