শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসবলের ফাইনালে পুলিশ-আনসার

ম ক্রীড়া প্রতিবেদক
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ালটন অষ্টম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার। সোমবার বেলা ১১টায় ঢাকার পল্টন ময়দানে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও টানা চারবারের রানার্সআপ বাংলাদেশ আনসার বেসবল দল।

রোববার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত পথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ১৩-০৪ পয়েন্টে ঢাকা জেলাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উন্নীত হয়। এরপর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ১৮-০৩ পয়েন্টে স্যান্ড অ্যাঞ্জেল বেসবল ক্লাবকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা জেলা ০৬-০০ পয়েন্টে স্যান্ড অ্যাঞ্জেল বেসবল ক্লাবকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন, রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল পুরস্কার দেবে। তৃতীয় স্থান দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে হোম অ্যাপস্নায়েন্স দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রম্নপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক রায়হান ফকির, জাতীয় বেসবল দলের কোচ ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিরোকি ওয়াতানেবেসহ অন্যরা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে