শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উইকেট শিকারে শীর্ষে মুস্তাফিজ

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের গ্রম্নপ পর্বের লড়াই শেষ। প্রতি দলই খেলেছে সমান ১০টি করে ম্যাচ। ছয় দলের লড়াইয়ে শীর্ষ পেস্ন্লঅফ নিশ্চিত করেছে চার দল। গ্রম্নপ পর্ব শেষে শীর্ষ উইকেট শিকারির তালিকায় রাজত্ব করছেন দেশি ক্রিকেটাররা। উইকেট শিকারির তালিকায় ১৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় স্থানে আছেন ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, তার শিকার ১৬ উইকেট। শীর্ষ দশে ব্রাভো ছাড়া আর একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন খুলনার থিসারা পেরেরা। তিনি শিকার করেছেন ১৩টি উইকেট।

সাকিব আল হাসান ২৭৬ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থান ও ১৫ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন। বলা যায় টুর্নামেন্ট সেরার দৌড়ে তিনিই আছেন শীর্ষে।

চট্টগ্রামের মৃতু্যঞ্জয় চৌধুরী নিয়েছেন ১৩টি উইকেট। খুলনা টাইগার্সের থিসারা পেরেরা ১৩, কুমিলস্নার তানভীর ইসলাম ১২, চট্টগ্রামের শরিফুল ইসলাম ১২, সিলেটের নাজমুল ইসলাম অপুট ১১, কুমিলস্নার নাহিদুল ইসলাম ১১, খুলনার কামরুল ইসলাম রাব্বি ১১ উইকেট নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে