শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাই হাভার্টজের স্বপ্নপূরণ!

ক্রীড়া ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও জয়সূচক গোলটি এসেছিল তার কাছ থেকে। তাতে ইউরোপ সেরার মর্যাদা পায় চেলসি। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পার্থক্য গড়ে দিলেন তিনিই। এবার ক্লাবটি হয় বিশ্বসেরা। এমন কীর্তির পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত কাই হাভার্টজ। শৈশব থেকেই এমন কিছুর স্বপ্ন দেখে আসছিলেন তিনি।

হাভার্টজ বলেন, 'এটা অসাধারণ অনুভূতি। ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। এটা ভালো শোনাচ্ছে...। আমার সতীর্থরা আমাকে আস্থা দিয়েছে। আমি শৈশব থেকেই সবসময় এই স্বপ্ন দেখে এসেছি। এটা আমার জন্য একটি আশ্চর্যজনক এক অনুভূতি। সত্যি বলতে কি, আমি (পেনাল্টি নেওয়ার সময়) নার্ভাস ছিলাম। এটা একটা বড় শাস্তি। এটা পাগলামিও। নার্ভাসে থাকা আমার জন্য ভালো ছিল। আমি খুব খুশি।'

আর শেষদিকে হাভার্টজ স্নায়ুচাপ উতরে লক্ষ্যভেদ করতে পারায় দারুণ খুশি কোচ থমাস টুখেলও, 'পেনাল্টি নেওয়ার সময় তাকে (হাভার্টজ) নার্ভাস দেখায়নি তবে নিশ্চিতভাবেই ও ছিল। এই পরিস্থিতিতে আপনি নার্ভাস হতে পারবেন না। আমরা পরিসংখ্যানে বিশ্বাস করেছি এবং আমি তার ওপর খুশি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে