শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি!

ম ক্রীড়া ডেস্ক
  ১৮ মে ২০২২, ০০:০০

২০২০ সালের ডিসেম্বরে যখন বার্সেলোনায় বিদায়ঘণ্টা বাজছিল, তখন এক সাক্ষাৎকারে লিওনেল মেসি আমেরিকায় খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। মাসখানেক পর মেজর সকার লিগের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া তার জাতীয় দলের সাবেক সতীর্থ গনসালো হিগুয়েইনও জানান, দুই হাত বাড়িয়ে স্বাগত জানাবে তার ক্লাব।

মেসিকে সত্যিই বার্সা রাখতে পারেনি। আর্থিক সংকটের কারণে তাকে ছেড়ে দেয় এবং সাতবারের ব্যালন ডি'অর জয়ীকে লুফে নেয় প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি লিগ ওয়ান ক্লাবটি তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে, যা শেষ হচ্ছে ২০২৩ সালের জুনে। চুক্তি নবায়নের ব্যাপারে এখনো আলোচনায় বসার কোনো কারণ নেই পিএসজির। কিন্তু ইন্টার মিয়ামি নাকি এরই মধ্যে সামনের বছর তাকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আমেরিকান গণমাধ্যম ডিরেক্টটিভি স্পোর্টস জানিয়েছে, ইন্টার মিয়ামিতে ২০২৩ সালে যোগ দিতে যাচ্ছেন মেসি। ডেভিড বেকহ্যামের সঙ্গে কথা বলতেও প্রস্তুত বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। গণমাধ্যমটির সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডাল আরও জানান, ক্লাবে যোগ দেওয়ার আগে ৩৫ শতাংশ শেয়ার কেনার ব্যাপারেও কাজ করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে